ধানের উচ্চফলনশীল জাত ও চাষ করার নিয়ম সম্বন্ধে জানুন
খালি পেটে শসা খেলে কি হয়কোন কোন জাতের ধান উচ্চ ফলনশীল ও চাষ করে বেশ লাভবান হওয়া যায় তা নিয়ে হয়তো
অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু নির্ভরযোগ্য কোন তথ্য খুজে পাননি। তাই আজকে এ
পোষ্টের মাধ্যমে আপনাদের জানাবো এই সমস্যার সুষ্ঠ সমাধান। যার ফলে এ পোস্টটি
মানুষের সহকারে পড়ুন।
এখানে আমরা আরো আলোচনা করেছি উচ্চ ফলনশীল জাতের ধান সম্পর্কে এবং কোন আবহাওয়ায়
এই ধান ভালো হয় সে সম্পর্কে। সুতরাং এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে এ পোস্টটি
মনোযোগ সহকারে সম্পন্ন পড়ুন।
ভুমিকাঃ
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত এবং কৃষিকেই
তাদের পেশা হিসেবে গ্রহন করেছে। বাংলাদেশের ক্রমবরধমান জনসংখ্যার খাদ্যচাহিদা
পুরনে কৃষিতে আধুনিকায়ন অতিব জরুরি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর
বিজ্ঞানিরা ধানের উচ্চফলনশীল জাত বিষয়ে অনেক বছর গবেষণা করে যাচ্ছেন।
আরো পড়ুনঃ ত্বকের যত্নে কাঁচা হলুদের উপকারিতা
আর তাদের গবেষণার মাধ্যমেই বাংলাদেশে কিছু উচ্চফলনশীল জাতের ধান উদ্ভাবন করা
সম্ভব হয়েছে। বাংলাদেশের আবহাওয়া ধান চাষের জন্য যথেষ্ট উপযোগি। আবহাওয়া ভেদে
বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের ধান চাষ করা হয়। বরেন্দ্র অঞ্চল হাওড় অঞ্চল নোনা
পানিযুক্ত অঞ্চলে আলাদা আলাদা জাতের ধান চাষ করা হয়। এখানে ধানের উৎপাদনের
তারতম্যও দেখা যায়। নিম্নে বিভিন্ন অঞ্চলভেদে ধানের উচ্চফলনশীল জাত সম্বন্ধে
আলোচনা করা হল।
উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধানের নামসমূহঃ
- ব্রি ধান ২৭
- ব্রি ধান ২৮
- ব্রি ধান ২৯
- ব্রি ধান ৩০
- ব্রি ধান ৩১
- ব্রি ধান ৩২
- ব্রি ধান ৩৩
- ব্রি ধান ৩৫
- ব্রি ধান ৩৬
- ব্রি ধান ৩৯
- ব্রি ধান ৪২
- ব্রি ধান ৪৩
- ব্রি ধান ৪৫
- ব্রি ধান ৪৬
- ব্রি ধান ৪৮
- ব্রি ধান ৪৯
- ব্রি ধান ৫৫
- ব্রি ধান ৫৮
- ব্রি ধান ৫৯
- ব্রি ধান ৬০
- ব্রি ধান ৬৩
- ব্রি ধান ৬৫
- ব্রি ধান ৬৮
- ব্রি ধান ৬৯
- ব্রি ধান ৭৫
- ব্রি ধান৮৭
- ব্রি ধান ৮৮
- ব্রি ধান ৯০
- ব্রি ধান ৯১
- ব্রি ধান ৯২
- ব্রি ধান ৯৩
- ব্রি ধান ৯৪
- ব্রি ধান ৯৫
- ব্রি ধান ৯৬
- বিনা ধান ৮
- বিনা ধান ১৭
ব্রি ধান ২৭ঃ ব্রি ধান ২৭ একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি আউশ
মৌসুমের ধান। এই ধানের উচ্চতা ১৪০ সেন্টিমিটার। জীবনকাল প্রায় ১১৫ দিন। চাল হয়
মাঝারি মোটা এবং এই ধানটি বিশেষ করে বরিশাল অঞ্চলের জন্য উপযোগী।
ব্রি ধান ২৮ঃ এ ধানটাও উচ্চফলনশীল জাতের ধান । ব্রি ধান ২৮ বোরো
মৌসুমে চাষ করার ধান। এই ধানের গড় জীবনকাল ১৪০ দিন। এই ধানের চাল মাঝারি চিকন ও
সাদা। ব্রি ধান ২৮ হেক্টর প্রতি ৬ টন হতে পারে। তবে অঞ্চলভেদে এই ধানের উৎপাদনের
পরিমানের তারতম্য দেখা যায়।
আরো পড়ুনঃ অ্যালোভেরার জেল কিভাবে তৈরি করতে হয়
ব্রি ধান ২৯ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি বোরো মৌসুমে
চাষাবাদ করা হয়। এর গড় উচ্চতা ৯৫ সেন্টিমিটার এবং জীবনকাল ১৬০ দিন। এই ধানের
চাল হয় মাঝারি চিকন ও সাদা।
ব্রি ধান ৩০ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি আমন মৌসুমে চাষ
করা হয়। এর গড় উচ্চতা ১২০ সেন্টিমিটার। জীবনকাল ১৪৫ দিন। চাল মাঝারি চিকন ও
সাদা হয়।
ব্রি ধান ৩১ঃ এই ধানটি ও উচ্চ ফলনশীল জাতের ধান। এটি আমন মৌসুমে চাষ
করা হয়। এ ধরনের গড় উচ্চতা ১১৫ সেন্টিমিটার এবং জীবনকাল ১৪০ দিন। চাল হয়
মাঝারি মোটা ও সাদা
ব্রি ধান ৩২ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতির ধান। এই ধান আমন মৌসুমে চাষ
করা হয়। এ ধানের গড় উচ্চতা ১২০ সেন্টিমিটার এবং এর জীবনকাল ১৩০ দিন। চাল হয়
মাঝারি মোটা ও সাদা।
ব্রি ধান ৩৩ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতির ধান। এই ধানমন মৌসুমে চাষ
করা হয়। এ ধানের গড়চ্চতা ১০০ সেন্টিমিটার এবং জীবনকাল ১১৮ দিন। এর চাল হয় খাটো
মোটা এবং পেটে সাদা দাগ আছে। এটি আগাম জাতের ধান।
ব্রি ধান ৩৫ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এই ধান বড় মৌসুমে
চাষাবাদ করা হয়। এ ধানের গড় উচ্চতা ১০৫ সেন্টিমিটার এবং এর জীবনকাল হয় ১৫৫
দিন। চাল হয় খাটো, মোটা, বাদামী।
ব্রি ধান ৩৬ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এই ধান বোরো মৌসুমে
চাষাবাদ করা হয়। এ ধানের গড় উচ্চতা ৯০ সেন্টিমিটার এবং জীবনকাল ১৪০ দিন। চাল
হয় লম্বা চিকন এবং ঠান্ডা সহিষ্ণু।
ব্রি ধান ৩৯ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি আমন মৌসুমে চাষ
করা হয়। এ ধানের গড় উচ্চতা ১০৬ সেন্টিমিটার এবং জীবনকাল ১২২ দিন। চাল হয় লম্বা
ও চিকন।
ব্রি ধান ৪২ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি আউশ মৌসুমে চাষ
করা হয়। এই ধরনের গড় উচ্চতা ১০০ সেন্টিমিটার এবং জীবনকাল ১০০ দিন। চাল হয়
মাঝারি মোটা সাদা। এ ধান খরা সহিষ্ণু।
ব্রি ধান ৪৩ঃ একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি আউশ মৌসুমে চাষ করা
হয়। এই ধরনের গড় উচ্চতা ১০০ সেন্টিমিটার এবং জীবনকাল ১০০ দিন। চাল হয় মাঝারি
মোটা সাদা। এ ধান খরা সহিষ্ণু।
ব্রি ধান ৪৫ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এই ধান বোরো মৌসুমে
চাষাবাদ করা হয়। এ ধানের উচ্চতা হয় ১০০ সেন্টিমিটার এবং জীবনকাল ১৪৫ দিন। চালু
হয় মাঝারি মোটা ও সাদা।
ব্রি ধান ৪৬ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এই ধান আমন মৌসুমে
চাষাবাদ করা হয়। এ ধরনের উচ্চতা ১০৫ সেন্টিমিটার এবং জীবনকাল ১২৪ দিন। চাল
মাঝারি মোটা। এই ধানটি একটি নাবি জাতের ধান এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রোপন যোগ্য
।
ব্রি ধান ৪৮ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি আউশ মৌসুমে
চাষাবাদ করা হয়। এই ধানের গড় উচ্চতা ১০৫ সেন্টিমিটার এবং এর জীবনকাল ১১০ দিন।
চাল মাঝারি মোটা এবং ভাত হয় ঝরঝরে।
ব্রি ধান ৪৯ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি আমন মৌসুমে চাষ
করা হয়। এ ধানের গড় উচ্চতা ১০০ সেন্টিমিটার এবং জীবনকাল ১৩৫ দিন। চাল হয়
মাঝারি চিকন নাজিরশাইলের মত।
ব্রি ধান ৫৫ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি রোপা ও আমন দুই
মৌসুমী চাষ করা যায়। এ ধানের গড় উচ্চতা ১০০ সেন্টিমিটার এবং জীবনকাল ১৪৫ দিন।
এই ধান মাঝারি মানের ঠান্ডা খরা ও লবণাক্ততা সহিষ্ণু। চাল হয় লম্বা ও চিকন।
ব্রি ধান ৫৮ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি বোরো মৌসুমে
চাষাবাদ করা হয়। এই ধানের গড় উচ্চতা ১০০ সেন্টিমিটার এবং জীবনকাল ১৫৫ দিন। এই
ধানের চাল ব্রি ২৯ এর মত তবে সামান্য চিকন।
ব্রি ধান ৫৯ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এই ধান বোরোমৌসুমে
চাষাবাদ করা হয়। এ ধানের গড় উচ্চতা ৮৩ সেন্টিমিটার এবং জীবনকাল ১৫৩ দিন। চাল
হয় মাঝারি মোটা এবং সাদা। ডিগ পাতা খাড়া ও গাঢ় সবুজ এবং গাছ হেলে পড়ে না।।
ব্রি ধান ৬০ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এই ধান বোরো মৌসুমে
চাষাবাদ করা হয়। এ ধানের গড় উচ্চতা ৯৮ সেন্টিমিটার এবং জীবনকাল ১৫১ দিন। চাল
লম্বা ও সাদা।
ব্রি ধান ৬৩ঃ এই ধানটি উচ্চ ফলনশীল সরু জাতের ধান। এই ধানটি বোরো
মৌসুমে চাষ করা হয়। এই ধানের গড় উচ্চতা ৮৫ সেন্টিমিটার এবং জীবনকাল ১৫০ দিন।
চাল হয় লম্বা ও চিকন এবং সাদা সরু বালাম গুণাগুণ ধরনের।
ব্রি ধান ৬৫ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি আউশ মৌসুমে চাষ
করা হয়। এই ধানের গড় উচ্চতা ৮৮ সেন্টিমিটার এবং জীবনকাল ৯৫ দিন। চাল হয় মাঝারি
চিকন ও সাদা এবং ভাত হয় ঝরঝরে।
ব্রি ধান ৬৮ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি বোরো মৌসুমে
চাষাবাদ করা হয়। এই ধানের গড় উচ্চতা ৯৫ সেন্টিমিটার এবং এর জীবনকাল ১৪৯ দিন।
চাল হয় মাঝারি মোটা এবং রং সাদা।
ব্রি ধান ৬৯ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এটি বড় মৌসুমে
চাষাবাদ করা হয়। এ ধরনের গড় উচ্চতা ৯৮ সেন্টিমিটার এবং জীবনকাল এক ১৫৩ দিন। চাল
মাঝারি মোটা রঙ সাদা এবং অ্যামাইলোজ কম।
ব্রি ধান ৭৫ঃ এই ধানটি একটি উচ্চফলনশীল জাতের ধান। বোরো এবং আমন দুই
মৌসুমেই এই ধান চাষ করা যায়। এই ধানের জীবনকাল ১১২ দিন। এই ধানের চাল মাঝারি মোটা
ও সাদা। এই ধানের চালে কিছুটা সুগন্ধি পাওয়া যায়।
ব্রি ধান ৮১ঃ এটি একটি উচ্চফলনশীল জাতের ধান। এই ধান বোরো মৈাসুমে
চাষ করা হয়। এ ধরনের গড় উচ্চতা ৯৬ সেন্টিমিটার এবং জীবনকাল এক ১৪০ দিন। চাল
জিরার মত লম্বা ও চিকন এবং রং সাদা।
ব্রি ধান ৮৭ঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত
স্বল্প জীবনকালীন ধান হচ্ছে ব্রি ধান ৮৭। এই ধান কৃষক স্বল্প সময়ে ঘরে তুলতে
পারছে এবং আগাম ধান কেটে অন্যান্য রবি শস্য উৎপাদনের সুযোগ পাচ্ছে। এ ধানের
চিটা ও পোকামাকড়ের আক্রমণ কম। এই ধানের ফলনও বেশি চাল চিকন ও সাদা বর্ণের
হাওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে।
ব্রি ধান ৭৬ ও ৭৭ এই দুইটিতেই উৎপাদন সময় অনেক বেশি কিন্তু ব্রি ধান ৮৭র
জীবনকাল ১২৫ থেকে ৩০ দিন ধানের বীজ বপনের পর থেকে। ফলনও হয়েছে বাম্পার ।
হেক্টর প্রতি ৬ মেট্রিক টন । কৃষকেরা যদি সঠিক নিয়মে এ ধান চাষ করে থাকে তবে
বেশি লাভবান হবে এবং পরবর্তীতে এটা তাদের জনপ্রিয় জাতে পরিণত হবে ।
ব্রি ধান ৮৮ঃ এই ধানও উচ্চফলনশীল জাতের ধান। এই ধান রোপা মৌসুমে
চাষ করা হয়। এটি একটি সল্প সময়ের ধান এবং এটি বিশেষ করে হাওড় অঞ্চলের জন্য বেশি
উপযোগি। এই ধানের জীবনকাল ১৪২ দিন। এই ধানের চাল মাঝারি চিকন ও সাদা। হেক্টর
প্রতি ফলন ৭ টন।
ব্রি ধান ৯০ঃ আমন এবং বোরো এই দুই মৌসুমেই চাষের উপযোগী ধান হচ্ছে
ব্রি ধান ৯০ । এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির জাত । এই ধানে আধুনিক উচ্চ
ফলনশীল জাতের সব বৈশিষ্ট্য আছে উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ এ ধান। এই ধান হালকা
সুগন্ধযুক্ত। এ জাতের ধানের গড় জীবনকাল ১০০ সতের দিন। পূর্ণবয়স্ক ধান গাছের
গড় উচ্চতা ১১০ সেন্টিমিটার। এই ধানের অন্যতম বৈশিষ্ট্য হলো কাণ্ড শক্ত সহজে
হেলে পড়ে না এবং ধান পাকার পরও গাছ সবুজ থাকে।
ব্রি ধান ৯১ঃ ব্রি ধান ৯১ একটি জলমগ্নতা সহিষ্ণু ধান। এ জাতের
ধানের পাতা গাড়ো সবুজ রঙের এবং দিক পাতা খাড়া । ধান গাছের গড় উচ্চতা ১৮০
সেন্টিমিটার এবং সহজে হেলে পড়ে না। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে এটি বাড়তে
পারে এই ধানের জীবনকাল ১৫৬ দিন। এই জাতের ধানে পোকামাকড় ও রোগ বালাইয়ের
আক্রমণ কম হয়। যার ফলে কৃষক লাভবান হতে পারে।
ব্রি ধান ৯২ঃ ব্রি ধান ৯২ বোরো মৌসুমে চাষ করা হয়। এটি একটি পানির
সাশ্রয়ী ধানের জাত । এ ধান চাষে তুলনামূলক কম পানি ব্যবহার করেও ভালো ফলন
পাওয়া যায়। ব্রি ধান ৯২ যেহেতু পানি সাশ্রয়ী ধানের জাত তাই এটিকে বরেন্দ্র
অঞ্চলে চাষ করেও সুফল পাওয়া সম্ভব। এই ধানের জীবনকাল ১৫৬ থেকে ১৬০ দিন। এই ধান
গাছের কান্ডশক্ত পাতা হালকা সবুজ।
এ জাতের পূর্ণবয়স্ক গাছের উচ্চতা ১০৭ সেন্টিমিটার। তাই লম্বা হলেও গাছ ফেলে
পরে না ।ধানের দানা লম্বা ও চিকন। এই ধান পাকার সময়ও কাণ্ড ও পাতা সবুজ থাকে।
ব্রি ধান ৯৩ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এই ধান আমন মৌসুমে
চাষাবাদ করা হয়। বিধান উচ্চতায় ১১৭ সেন্টিমিটার এবং এর জীবনকাল ১৩৪ দিন। এই
ধানের চাল হয় মাঝারি মোটা ও সাদা।
ব্রি ধান ৯৪ঃ এটি একটি উচ্চ ফলনশীল ধানের জাত। এই ধান আমন মৌসুমে
চাষাবাদ করা হয়। এর গড় উচ্চতা ১২৮ সেন্টিমিটার এবং জীবনকাল ১৩৪ দিন। এ ধানের
চাল মাঝারি মোটা ও সাদা।
ব্রি ধান ৯৫ঃ এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান। এই ধান আমন মৌসুমে
চাষ করা হয়। এই ধানের বড়ো উচ্চতা গড় উচ্চতা ১২০ সেন্টিমিটার এবং জীবনকাল ১২৫
দিন।। চাল মাঝারি মোটা ও সাদা।
বিনা ধান ৮ঃ এই ধানটি বিজ্ঞানিরা ২০০৮ সালে উদ্ভাবন করেন। এই ধান
হচ্ছে লবন সহিষ্ণু মানে লবনাক্ত জমিতে চাষ করা যায়। এই ধানের জীবনকাল ১৩০ থেকে
১৩৫ দিন। এই ধানের গাছ মধ্যম খাটো ও চাল মোটা।
বিনা ধান ১৭ঃ একটি উচ্চফলনশীল জাতের ধান। ধান গবেষণায় নিয়োজিত
বিজ্ঞানিরা ২০১৫ সালে এই জাতটিকে উদ্ভাবন করেন। বিনা ধান ১৭ আমন মৌসুমে চাষ
করার ধান। এই ধানটি সার ও পানি সাশ্রয়ী এবং আগাম জাতের ধান। চাল হয় লম্বা ও
চিকন এবং এই ধান কাটার পর সহজেই রবি ফসল চাষ করা যায়।
লেখকের মন্তব্যঃ
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীরা প্রতিনিয়ত উচ্চ ফলনশীল জাতের
ধান উদ্ভাবনে চেষ্টা করে যাচ্ছে। এই সময়ে নতুন বেশ কিছু উচ্চ ফল উচ্চ ফলনশীল
জাতের ধান উদ্ভাবন করা হয়েছে। আমরা যদি সঠিক নিয়মে এই জাতের ধানগুলো চাষ করতে
পারি তবে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে যা আমাদের অনেকেরই কাম্য।
ধান চাষে আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং দেশীয় উচ্চফলনশীল ধান চাষ
করতে হবে। আমাদের মূল উদ্দেশ্যই হবে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন করে তোলা।
প্রিয় পাঠক, আমার এই পোষ্টে ধান চাষ সম্পর্কে উত্থাপিত নির্ভরযোগ্য তথ্যগুলো
যদি আপনাদের উপকারে আসে তবে প্লিজ পোস্টটি পরিচিতদের মাঝে শেয়ার করে দিবেন
যাতে অনেকেই এই বিষয়গুলো জানতে পারে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url